বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রকে আচরণ শেখাব আমরা : ওয়াং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২১, ১২:০২ এএম

চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অপরের সাথে কীভাবে আচরণ করতে হয় তা যদি আমেরিকা এখনো শিখে না থাকে তাহলে আন্তর্জাতিক সমাজকে সাথে নিয়ে আমরা তা আমেরিকাকে শিখিয়ে দেব। চীনা দৈনিক গ্লােবাল টাইমসে ওয়াং ই’র এ বক্তব্য ছাপা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইসের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। নেড প্রাইস বলেছিলেন, বেইজিং-এর সাথে সম্পর্কের ক্ষেত্রে ওয়াশিংটন ‘শক্তিমত্তার অব্স্থান’ থেকে কথা বলবে। এর প্রতিক্রিয়ায় ওয়াং ই বলেন, বিশ্বের কোনো দেশের ওপর এখন আর অন্য কোনো দেশের শ্রেষ্ঠত্ব নেই এবং চীন কখনও তার সাথে অন্য কোনো দেশকে সেরকম আচরণ করার অনুমতি দেবে না। চীনা পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমেরিকা সব সময় অন্য দেশের ওপর নিজের সিদ্ধান্ত ও কর্তৃত্ব চাপিয়ে দিতে চায়। কিন্তু চীনের সাথে আর সে আচরণ চলবে না। ওয়াং ই এমন সময় এ বক্তব্য দিলেন যখন রোববার মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শেরম্যান ও পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বেইজিং সফর করছিলেন। দুই মন্ত্রীই চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সাথে সাক্ষাৎ করেন। এর আগে যুক্তরাষ্ট্রের ওপর নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণা করে চীন। সাত মার্কিন নাগরিক এবং প্রতিষ্ঠানের ওপর শুক্রবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয় বেইজিং। ফলে দু›দেশের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হলো। গ্লােবাল টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন