শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ছুটি শেষে আখাউড়া বন্দর চালু

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২১, ১২:০২ এএম

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ছয় দিনের ছুটি শেষে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে মাছ, শুঁটকি, প্লাস্টিক ও খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্যসামগ্রী ভারতে রফতানি করা হয়।

আখাউড়া আমদানি-রফতানিকারক অ্যাসোশিয়েসনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, ঈদুল আযহা উপলক্ষে বন্দরে ছয় দিনের ছুটি শেষে ফের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। এতে বন্দরের কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে। তবে ছুটির সময় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি স্বাপেক্ষে যাত্রী পারাপার করেছে।

প্রসঙ্গত, রফতানিমুখী এ বন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পাথর, মাছ, শুঁটকি, প্লাস্টিক ও খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্যসামগ্রী রফতানি করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন