মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কর্ণফুলীর গ্যাসের অভিযান অবৈধ সংযোগের দায়ে ২ জনের কারাদন্ড

প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ভিজিল্যান্স কার্যক্রম অব্যাহত রয়েছে। গত মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অবৈধ সংযোগ স্থাপন করে অবৈধভাবে গ্যাস ব্যবহারের বিষয়ে পরিদর্শন টিম, ভিজিল্যান্স ডিপার্টমেন্টের প্রতিনিধি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রাত সাড়ে ৯টা থেকে দেড়টা পর্যন্ত টাইগারপাস এলাকায় মামা-ভাগ্নে মাজার সংলগ্ন, মেসার্স হোটেল নিরিবিলি (গ্রাহক সংকেতঃ ১-সি-৬৩-০০৪০) নামে বাণিজ্যিক গ্রাহকের আঙ্গিনা ও আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে দেখা যায় হোটেলটিতে মিটার বাইপাস করে অবৈধ গ্যাস সংযোগ স্থাপন করে ৪৫ সিএফটির ১টি, ২৫ সিএফটির ৪টি স্টার বার্ণার ও ২১ সিএফটির ১টি দ্বৈতচুলায় গ্যাস সংযোগ দেয়া আছে এবং চুলাগুলোর মধ্যে কয়েকটিতে হাতে-নাতে অবৈধভাবে গ্যাস ব্যবহার করতে দেখা যায়। মিটার বাইপাস করে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে রাত সাড়ে ১১টায় গ্রাহকের ডায়াফ্রাম জি-৪ মিটার খুলে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। অবৈধ সংযোগ দেখভাল ও সহযোগিতার কারণে ঘটনাস্থলে ধৃত মো. মোজাম্মেল হক (৩২) ও মো. আব্দুর গফুর (২৬) ২জন কর্মচারীকে প্রত্যেকের তিন মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। এছাড়া অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে সরকারী পাওনা অর্থ আদায়সহ গ্যাস আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়। অভিযানকালে জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অনুপম এবং কেজিডিসিএল’র ভিজিল্যান্স টিমের ব্যবস্থাপক প্রকৌশলী হাসান সোহরাব উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন