শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিলেটে দুদকের হাতে তিন ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : প্রবাসী গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে সিলেটে সিটি ব্যাংক লিমিটেডের জিন্দাবাজারস্থ শাখার সাবেক ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার বিকেলে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন- সিটি ব্যাংক লিমিটেডের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও সিলেট নগরীর জিন্দাবাজার শাখার সাবেক শাখা ব্যবস্থাপক মুজিবুর রহমান (৫৮), একই শাখার সাবেক ক্যাশ ইনচার্জ গিয়াস উদ্দিন (৪৮) ও সাবেক কাস্টমার সার্ভিস অফিসার (বর্তমানে এক্সিম ব্যাংক সিলেট শাখার এক্সিকিউটিভ অফিসার) মো. সাজ্জাদুর রহমান (৩৮)।
দুনীতি দমন কমিশন, সিলেটের উপ-পরিচালক রেভা হালদার জানান, জালিয়াতির মাধ্যমে গ্রেফতারকৃত তিন জনসহ সিটি ব্যাংকের সাত কর্মকর্তা যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আখলাক মিয়ার নামে ৭০ লাখ টাকার এফডিআর দেখিয়ে ২০ লাখ টাকা ঋণ গ্রহণ করে আত্মসাৎ করেন। এ ঘটনার অনুসন্ধানে প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় সিলেট নগরীর কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়। আজ বুধবার বিকেলে ওই তিন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন