শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সর্বত্র দলীয়করণ চলছে শ্রমিকদের অবহেলায় রেখে দেশে উন্নয়ন অসম্ভব -মুফতী সৈয়দ ফয়জুল করীম

প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সর্বত্র দলীয়করণ চলছে। প্রশাসনিক কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী-সাংবাদিকসহ পেশাজীবী সর্বত্র চলছে দলীয়করণ। এভাবে দেশের অবকাঠামো ভেঙ্গে দেয়া হচ্ছে। যোগ্য ও দক্ষ লোকের কোন মূল্য নেই। এভাবে দেশ এখন একদলীয় সরকার ব্যবস্থায় পরিণত হচ্ছে। তিনি বলেন, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটা নজিরবিহীন। তিনি বলেন, দলীয় মানসিকতা পরিহার করে জনসাধারণের কাতারে এসে দেশ সেবায় মনোনিবেশ করতে না পারলে এবং যোগ্যতা ও মেধার মূল্যায়ন করতে না পারলে ভবিষ্যত নেতৃত্ব মেধাহীনদের হাতে চলে গেলে দেশের সর্বনাশ হবে।
গতকাল বুধবার বিকেলে ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ শাখার ঈদ পুনর্মিলনী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাজধানীর পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মুহাম্মদ শিব্বির আহমদ সাব্বিরের সভাপতিত্বে এবং হাফেজ মুহাম্মদ শাহাদাত হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত পুনর্মিলনী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, শ্রমিক আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ খলিলুর রহমান, নগর সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া, যুব আন্দোলনের আহ্বায়ক কে এম আতিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, শ্রমিকনেতা প্রকৌশলী গোলাম মোস্তফা, হারুন অর রশিদ, মুহাম্মদ ঈমান উদ্দিন, মাওলানা মানসুর আহমদ সাকী প্রমুখ।


 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন