শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঈশ্বরদীতে ২ ছিনতাইকারী গ্রেফতার

ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ৬:২২ পিএম

গতকাল রাতে ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের জগনাথপুর বালু খাদের নিকট ছিনতাই করে বাইক নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়েছে ২ ছিনতাইকারী। এরা হলো ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়ন এর বাঁশেরবাদা গ্রামের নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ জিন ইসলাম (২০) ও মঙ্গল মেম্বারের ছেলে শ্রাবণ হোসেন (২০)।

জানা গেছে, উল্লেখিত স্থানে বেশ কিছুদিন যাবৎ প্রায়ই নিয়মিত ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হতে থাকে। এ ব্যাপারে এলাকাবাসী সচেতন হয়ে ছিনতাইকারীদের আটক করার চেষ্টা অব্যাহত রাখে। গতকাল ২৭জুলাই রাত সাড়ে আটটার দিকে জনৈক ব্যক্তির কাছ থেকে চাকু ধরে নগদ টাকা ও একটি মোবাইল ছিনতাই করে বাইক যোগে পালিয়ে যাওয়ার সময় ভিকটিমের চিৎকারে ওঁত পেতে থাকা স্থানীয় জনতা তাদেরকে ঘিরে ফেলে আটক করে। পরে ঈশ্বরদী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় স্থানীয় জনতা উক্ত ছিনতাইকারীদের পুলিশের হাতে সোপর্দ করে।

এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ছিনতাইকারী দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন