শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

হৃদরোগ হাসপাতালে যুক্ত হলো আধুনিক রোটা-অবলেশন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ৭:৫২ পিএম

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সংযুক্ত হলো হৃদরোগ চিকিৎসার অত্যাধুনিক প্রযুক্তি আইভাস, রোটা-অবলেশন। শিগগিরিই হাসপাতালের হৃদরোগীদের চিকিৎসায় যুক্ত হবে কার্ডিয়াক এমআরআই ও সিটি মেশিন।

বুধবার (২৮ জুলাই) হাসপাতালে রোটা-অবলেশন প্রযুক্তি সংযোজিত হয়েছে। দেশের ইতিহাসে প্রথম কোন সরকারি হাসপাতালে এই প্রযুক্তির মাধ্যমে ৭৫ বছর বয়সী এক জটিল রোগীর চিকন ও শক্ত রক্তনালীতে এনজিও প্লাস্টি (রিং পরানো) করা হয়েছে। এই জটিল অবলেশন পদ্ধতিতে এনজিও প্লাস্টির নেতৃত্ব দিয়েছেন ইনস্টিউিটরে পরিচালক প্রফেসর ডা. মীর জামাল উদ্দিন।

প্রসঙ্গত, রক্তনালীতে দীর্ঘদিন ব্লক থাকার ফলে সেখানে ক্যালসিয়াম জমে কঠিন হয়ে যায়। ফলে সাধারণভাবে এ ধরনের রক্তনালীতে এনজিও প্লাস্টি করা যায় না। রোটা-অবলেশন পদ্ধতির মাধ্যমে রক্তানালীতে ক্যালশিয়াম কেটে রক্তানালীর পরিধি বাড়িয়ে এনজিও প্লাস্টির জন্য উপযোগী করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন