শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পটিয়ায় মুরগির খামার থেকে অজগর সাপ উদ্ধার

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২১, ১২:০১ এএম

পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে শ্রীমতি মন্দির এলাকায় মুরগীর খামার থেকে উদ্ধার করা হয়েছে ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টায় খামারী বিষ্ণু দাশের মুরগীর খামার থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমানের নির্দেশে সাপটি গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়। জানা গেছে, উপজেলার দক্ষিণ হাইদগাঁও শ্রীমতি মন্দির এলাকায় বিষ্ণু দাশের একটি মুরগীর খামার রয়েছে। খামারের পাশ ঘেঁষে রয়েছে শ্রীমতি খাল। চলতি বর্ষা মওসুমে পাহাড় থেকে শুরু করে নিম্নাঞ্চলের পানি শ্রীমতি খাল দিয়ে চলাচল হয়। ধারণা করা হচ্ছে পাহাড় থেকে সাপটি বৃষ্টির পানিতে নেমে এসেছে।

স্থানীয় লোকজন সাপটি উদ্ধার করে বন বিভাগকে খবর দিলে বন বিভাগের শ্রীমাই বিট কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দীন, মো. হালিম, বন বিভাগের হেডম্যান মহিউদ্দিন, বোরহান সিকদার, জেবল মুলকের সহায়তায় সাপটিকে শ্রীমাই বিটের গহীন জঙ্গলে অবমুক্ত করেন। গত এক মাস পূর্বে মধ্যম হাইদগাঁও এলাকায় একটি গরুর খামার থেকে প্রায় ২০ ফুট লম্বা আরেকটি অজগর সাপ উদ্ধার করা হয় উক্ত সাপটিও বন বিভাগ উদ্ধার করে গহীন জঙ্গলে ছেড়ে দেয়। এব্যাপারে বন রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান জানান, পাহাড়ে খাদ্যের অভাবে সাপগুলো লোকালয়ে চলে আসছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন