শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দৌলতপুরে ৭ বৈদ্যুতিক সেচ মোটর চুরি

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২১, ১২:০০ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে একইরাতে কৃষকের ৭টি বৈদ্যুতিক সেচ মোটর চুরি হয়েছে। উপজেলার আদাবড়িয়া ইউনিয়নের ধর্মদহ ও গরুড়া গ্রামে চুরির এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করা হলেও চুরি হওয়া সেচ মোটর ও জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
সেচ মোটর মালিক কৃষক নাসির উদ্দিনের অভিযোগ, ধর্মদহ পূর্বপাড়া গ্রামের কৃষক একরামুল হক, ইসমাইল হোসেন, সুলতান উদ্দিন ও গরুড়া গ্রামের আশরাফুল আলম বাসারুল, নাজিম উদ্দিন এবং জমসেদ আলীর কৃষি সেচ কাজে ব্যবহৃত ৭টি বৈদ্যুতিক মোটর মঙ্গলবার রাতে চুরি হয়। যার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা। স্থানীয় সংঘবদ্ধ একটি চক্র এ চুরির চুরির সঙ্গে জড়িত বলেও কৃষকরা অভিযোগ করেছেন। চুরি যাওয়া সেচ মোটর মালিকদের পক্ষে গতকাল কৃষক নাসির উদ্দিন দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন