কুষ্টিয়ার দৌলতপুরে একইরাতে কৃষকের ৭টি বৈদ্যুতিক সেচ মোটর চুরি হয়েছে। উপজেলার আদাবড়িয়া ইউনিয়নের ধর্মদহ ও গরুড়া গ্রামে চুরির এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করা হলেও চুরি হওয়া সেচ মোটর ও জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
সেচ মোটর মালিক কৃষক নাসির উদ্দিনের অভিযোগ, ধর্মদহ পূর্বপাড়া গ্রামের কৃষক একরামুল হক, ইসমাইল হোসেন, সুলতান উদ্দিন ও গরুড়া গ্রামের আশরাফুল আলম বাসারুল, নাজিম উদ্দিন এবং জমসেদ আলীর কৃষি সেচ কাজে ব্যবহৃত ৭টি বৈদ্যুতিক মোটর মঙ্গলবার রাতে চুরি হয়। যার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা। স্থানীয় সংঘবদ্ধ একটি চক্র এ চুরির চুরির সঙ্গে জড়িত বলেও কৃষকরা অভিযোগ করেছেন। চুরি যাওয়া সেচ মোটর মালিকদের পক্ষে গতকাল কৃষক নাসির উদ্দিন দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন