শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সুন্দরবনের চরপুটিয়া এলাকা থেকে অস্ত্রসহ দুই বনদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড

প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মংলা সংবাদদাতা : সুন্দরবনের চরপুটিয়া এলাকা থেকে অস্ত্রসহ বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। আটকের পর দস্যুদের মংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে: এম ফরিদুজ্জামান জানান, বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের চরপুটিয়া এলাকায় অবস্থান নিয়ে মুক্তিপণ আদায়ের জন্য জেলে অপহরণ ও ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিক ওই এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাহিনীর দুই সদস্য আশরাফ হোসেন রাজু (৪০) ও ইউনুস আলী ওরফে লাদেন (৩২) কে আটক করা হয়। বাকীরা বনের গহীনে পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে একটি বিদেশী একনালা বন্দুক উদ্ধার করেছে কোস্ট গার্ড। দস্যু রাজু সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামে আনোয়ার হোসেন খানের ছেলে এবং ইউনুস বাগেরহাটের রামপাল উপজেলার রনসেন গ্রামের মাজেদ আলীর পুত্র। আটক দস্যুদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার বিকেলে মংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন