বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য

মুখের জ্বালাপোড়া

| প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২১, ১২:০৮ এএম

বার্নিং মাউথ সিনড্রোম হল একটি ব্যথাযুক্ত হতাশজনক অবস্থা, যার কারণে জিহবা, ঠোঁট, তালু অথবা পুরো মুখেই জ্বালাপোড়া ও ব্যথা হতে পারে। নারী এবং পুরুষ উভয়ের মধ্যেই বার্নিং মাউথ সিনড্রোম পরিলক্ষিত হয়ে থাকে। তবে বিশেষত মেয়েদের মেনোপজের সময় বা মেনোপজের পরে বার্নিং মাউথ সিনড্রোম বেশি দেখা যায়। এ রোগটি অল্প বয়সেও হতে পারে।

বার্নিং মাউথ সিনড্রোম এর লক্ষণসমূহ ঃ
* মুখ, ঠোঁট ও জিহবার জ্বালাপোড়া অনুভূত হওয়া।
* মুখের অভ্যন্তরে পুড়ে যাওয়ার মত অনুভূতি হতে পারে।
* শুল্ক মুখ
* তিক্ত বা ধাতব স্বাদ
* জিহবার স্বাদ
* জিহবার স্বাদ-এ পরিবর্তন
* খাওয়ার অভ্যাসে পরিবর্তন।

যেসব কারণে বার্নিং মাউথ সিনড্রোম হতে পারে সেগুলো হলো ঃ
* শুল্ক মুখ
* ওরাল ক্যান্ডিডোসিস (একটি ফাংগাল সংক্রমণ)
* দাঁত কামড়ানো
* যে সব স্নায়ু ব্যথা ও স্বাদ নিয়ন্ত্রণ করে তা কোন কারণে ক্ষতিগ্রস্থ হলে
* কৃত্রিম দাঁত বা ডেনচার ঠিকভাবে স্থাপন করা না হলে
* এলার্জিজনিত সমস্যা যেমন কোন রোগীর খাবার বা মেটালিক ডেনচারের প্রতি এলার্জি থাকতে পারে
* এসিড উদগীরণের কারণে
* দুঃশ্চিন্তা বা হতাশার কারণে অর্থাৎ যে কোন ধরণের মানসিক সমস্যা।

বার্নিং মাউথ সিনড্রোম এর রোগীদের যা করা প্রয়োজন ঃ
* অল্প অল্প করে প্রচুর পানি পান করতে হবে
* গলায় কোন সমস্যা না থাকলে বরফ কুচি চোষা যেতে পারে পরিমিতভাবে
* গরম ও মশলাযুক্ত খাবার গ্রহণে বিরত থাকতে হবে
* চিনিবিহীন চুয়িংগাম চোষা যেতে পারে।
* এ্যালকোহল এবং ধূমপানের অভ্যাস ত্যাগ করতে হবে
* উচ্চ রক্তচাপ যদি থাকে তাহলে এর ওষুধে পরিবর্তন প্রয়োজন হতে পারে।

তবে মুখ ও জিহবায় জ্বালাপোড়া দেখা দিলে এবং তা যদি দীর্ঘস্থায়ী হয় তবে অতি দ্রুত এ বিষয়ে অভিজ্ঞ একজন মুখ রোগ বিশেষজ্ঞের চিকিৎসা গ্রহণ করতে হবে।

ডাঃ মোঃ ফারুক হোসেন
মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ
মোবাইল ঃ ০১৮১৭৫২১৮৯৭
ই-মেইল ঃ dr.faruqu@gmail.com

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন