শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আবেদনপত্রের মূল্য আড়াই কোটি টাকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যাপেল’-এর প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের প্রথম চাকরির আবেদনপত্রের নিলামে দাম ওঠেছে। যার দাম হাঁকা হয়েছে ৩ লাখ ৪৩ হাজার মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় আড়াই কোটি টাকা! ১৯৭৩ সালে জোবসের বয়স তখন মাত্র ১৮, তখন একটি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেছিলেন তিনি। খবর সিএনবিসির। স্টিভ জবসের জীবনে প্রথম এবং শেষ চাকরির আবেদনপত্র বলে কথা! সম্প্রতি ওই পুরনো হলদেটে কাগজ নিলামে উঠাতেই দাম উঠল আড়াই কোটি টাকা। হাতে লেখা ওই আবেদনপত্রে জোবস নিজেই জানিয়েছেন, সেই সময়ে তার কাছে ফোন ছিল না। তবে ড্রাইভিং লাইসেন্স ছিল। শুধু স্টিভের চাকরির আবেদনপত্র বলেই নয়, ওই পুরনো কাগজটির মধ্যে কিছু অভিনব ব্যাপারও রয়েছে। যার জন্য এতো বিপুল অর্থ দিয়ে সেটি কেনা হয়েছে। তবে স্টিভের চাকরির আবেদনপত্র নিলামে উঠার ঘটনা প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার নিলাম হয়েছে ওই কাগজটির। গত মার্চেই একটি নিলামে তার দাম উঠেছিল এক কোটি ৭০ লাখ টাকা। সিএনবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন