শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

প্রধানমন্ত্রীকে ফেসবুকে হত্যার হুমকি : তদন্তের নির্দেশ

প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কোর্ট রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বিএনপির বহিষ্কৃত নেতা তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে বাদী হয়ে এ মামলা করেন যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা ইসমাইল মোহাম্মাদ গোলাম রসুল।
এ বিষয়ে বাদীর আইনজীবী বাহারুল আলম বাহার সাংবাদিকদের জানান, ঢাকা মহানগর হাকিম  মো. সারাফুজ্জামান আনসারী বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে মতিঝিল থানার ওসিকে আগামী ৭ নভেম্বরের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য আদেশ দিয়েছেন। মামলার অভিযোগ করা হয়, গত ২৫ সেপ্টেম্বর রাতে ইরাদ সিদ্দিকী তার ফেসবুক আইডিতে স্ট্যাটাসে  শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন