যশোর ব্যুরো : যশোরে মাদক মামলায় দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদ- ও অর্থদ- দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নীলুফার শিরিন এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, বরিশাল কোতোয়ালি থানার দক্ষিণ সাগরদী গ্রামের হাজী জয়নাল আবেদিন বেপারীর ছেলে জামিল হোসেন ওরফে জামাল হোসেন ওরফে রাজিব ও আবদুল খালেক বেপারীর ছেলে সোহেল রানা। তারা দু’জনই কারাগারে বন্দি আছেন।
মামলা সূত্রে আদালত সূত্র মতে, ২০১১ সালের ২৮ ডিসেম্বর কোতোয়ালি থানার এসআই তোফায়েল আহম্মেদ গোপন সংবাদে শহরের বেজপাড়ার বিকে রোড এলাকা থেকে জামিল ও সোলেহ রানাকে আটক করেন। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে এসআই তোফায়েল আহম্মেদ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন