সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাক্রান্তদের চিকিৎসা প্রদানে নতুন করে বাড়ানো হয়েছে ৭০টি শয্যা। একইসাথে আইসিইউ শয্যা আরও ১০টি বেড়েছে। আজ সোমবার থেকে এসব শয্যায় ভর্তি চলছে রোগীদের। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানী হাসপাতালে করোনার জন্য ডেডিকেটেড শয্যা ২৬০টি। এখন বাড়ানো হয়েছে আরও ৭০টি শয্যা। এ নিয়ে ডেডিকেটেড শয্যা হয়েছে ৩৩০টি। আগে এ হাসপাতালে করোনার জন্য ৮টি আইসিইউ ছিল। এখন আরও ১০টি বাড়িয়ে করা হয়েছে ১৮টি। এসব শয্যা ও আইসিইউ বাড়ানোর ফলে করোনাক্রান্তদের চিকিৎসায় সক্ষমতা বেড়েছে ওসমানী হাসপাতালের। সিলেটে করোনার সংক্রমণ এখন ভয়াবহ পর্যায়ে। প্রতিদিন শত শত মানুষ হচ্ছেন আক্রান্ত। বাড়ছে মৃত্যুও। কিন্তু সরকারি, বেসরকারি কোনো হাসপাতালেই শয্যা খালি না থাকায় করোনা রোগীরা হতে পারছেন না ভর্তি। অনেক রোগী আইসিইউ না পেয়ে ঢলে পড়েছেন মৃত্যুর কোলে। সেই সাথে আফসোস রেখে যাচ্ছে আজীবনের জন্য। এমন পরিস্থিতিতে আইসিইউসহ শয্যা সংখ্যা বাড়ানো হলো ওসমানী হাসপাতালে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন