শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ভুল স্বীকার করে যা বললেন ডা. জাহাঙ্গীর কবীর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২১, ৩:৫৭ পিএম

কিটো ডায়েট সংক্রান্ত পরামর্শদাতা ডা. জাহাঙ্গীর কবীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে জনমনে বিভ্রান্ত ছড়ানো ভিডিও সরিয়ে নিয়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে তার নিজস্ব ফেসবুকের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি তার ভুল স্বীকার করে ক্ষমা চান।

ফেসবুক পোস্টে তিনি বলেন-

আসসালামু আলাইকুম আমি ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবীর। সুস্থ থাকার লক্ষ্যে একটি স্বাস্থ্যকর জীবনধারা নিয়ে কাজ করছি। সেই লক্ষ্যে দীর্ঘদিন ধরে আমার রোগীদের লাইফস্টাইল মডিফিকেশনের পরামর্শ দিয়ে আসছি। ইদানিংকালে আমার একটি ভিডিও এবং দুটি পোস্ট নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। প্রথমত সুস্থ থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম; সেখানে করোনার ভ্যাকসিন বিষয়ে কিছু তথ্য সহজভাবে বোঝাতে গিয়ে আমার অসাবধানতাবশত ভুল ব্যাখ্যা দিয়েছিলাম।

এ নিয়ে সমালোচনার সৃষ্টি হলে আমি অত্যন্ত দ্রুততার সঙ্গে ভিডিওতে যে তথ্যগুলো ভুল ছিল এবং যে কথাগুলো জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে সেসব বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিয়ে পূর্বের ভিডিওটি অনলাইন থেকে সরিয়ে নিয়েছি। একইসাথে সকলকে ভ্যাকসিন দেওয়ার জন্য পরামর্শ ও উৎসাহ দিয়েছি। এরপরেও কয়েকজন সম্মানিত ডাক্তার আমাকে ভুল বুঝে সরাসরি আমার নাম উল্লেখ করে নানান রকম পোস্ট করেন। তন্মধ্যে একটি পোস্টের স্ক্রিনশট আমি আমার পেইজে শেয়ার করেছিলাম। এছাড়া অন্য একটি জনসচেতনতামূলক পোস্টে উদাহরণ স্বরূপ একটি প্রেসক্রিপশন শেয়ার করেছিলাম। ঐ প্রেসক্রিপশনটি যিনি লিখেছিলেন তার প্রতি সম্মান প্রদর্শনপূর্বক আমি তার নাম ও রেজিস্ট্রেশন নম্বরটি প্রকাশ করিনি। তথাপি এই পোস্টটি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হলে তৎক্ষণাৎ দুটি পোস্টই ডিলিট করে দেই।

আমি বিশ্বাস করি আমাদের ডাক্তার সমাজের প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে জনসেবা করে যাচ্ছেন, মানবিক কাজ করে যাচ্ছেন, এজন্য প্রত্যেক ডাক্তারই আমার কাছে অত্যন্ত সম্মানিত ও শ্রদ্ধাভাজন। একজন ডাক্তার হিসেবে আমি কখনোই কাউকে অসম্মান করতে পারি না এবং আমি তা করতে চাইও না। তবুও আমার অনিচ্ছায় তা হয়ে থাকলে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। উপরোক্ত বিষয়গুলোর বাইরে আরও যে বিষয়ে সমালোচনা এসেছে তার মধ্যে অন্যতম হলো আমার পরামর্শকে কিটো ডায়েট হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এই বিষয়ে আমি বহুবার নানান ভিডিওর মাধ্যমে বলেছি যে, আমি শুধুমাত্র ডায়েট বা খাদ্যাভ্যাস নিয়ে কথা বলি না। আমি মূলত পাঁচটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে পরামর্শ দিয়ে থাকি। এর মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পাশাপাশি অটোফেজি, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম ও মানসিক প্রশান্তির চর্চা করাকে সমানভাবে গুরুত্ব দেই। আমি কখনোই ওষুধ বিরোধী না, আমি সব সময় বলে এসেছি জরুরি চিকিৎসায় ওষুধ অপরিহার্য।

তবে লাইফস্টাইল রোগগুলো লাইফস্টাইল মডিফাই করে প্রতিরোধ করা যেতে পারে এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমিও আমার রোগীদের প্রয়োজনে ওষুধ লিখছি সুতরাং ওষুধের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি যেন স্বাস্থ্যকর জীবন-যাপনের মাধ্যমে দীর্ঘদিন ওষুধ ছাড়া সুস্থ থাকতে পারেন।

বিশেষভাবে উল্লেখ্য, যেসব রোগীরা সরাসরি আমার পরামর্শ নেন আমি তাদেরকে নিয়মিত অবজারভেশনে রাখার চেষ্টা করি এবং কাউন্সেলিং এর মাধ্যমে আমার পরামর্শের নানান প্রভাব ও প্রতিকারের বিষয়ে আলোকপাত করে থাকি। সর্বপরি আমি মনে করি চিকিৎসক সমাজে আমরা সবাই সহকর্মী, একে অপরের সহযোগী। এখানে রয়েছেন আমার সম্মানিত শিক্ষক-শিক্ষিকাগণ, শ্রদ্ধাভাজন বড় ভাই-বোন,বন্ধুরা ও আগামীর সম্ভাবনাময় জুনিয়র ডাক্তারগণ। জনস্বার্থে সকল চিকিৎসকই একেকজন যোদ্ধা। করোনা মহামারীর এই চরম দুর্দিনে ডাক্তারদের মত যোদ্ধারাই নিজেদের জীবন ঝুঁকির কথা ভুলে জরাগ্রস্ত মানুষের পাশে থেকেছে এখনো আছে।

আজকের পুরো বিশ্ব চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন ও বাস্তবায়নের সাথে জড়িত সকলের কাছে কৃতজ্ঞ।আমি সকলের প্রতি সম্মান রেখে বলছি মানুষ মাত্রই ভুল হতে পারে তাই আপনারা আমার কোন ভুল ধরিয়ে দিলে আমি তা শুধরে নিব। নিজের ভুলকে আমি ভুল হিসেবে গ্রহণ করে তা শুধরে নিব আর আপনাদের কাছেও আমার অনুরোধ আপনারা আমার পূর্বের ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেননা আমরা তো সকলে মিলে মানবসেবার ব্রতেই চিকিৎসা পেশাকে বেছে নিয়েছি আর সেজন্য আমরা একে অপরের প্রতি সম্মান রেখে একযোগে কাজ করতে পারি। আমি নিজেও একজন চিকিৎসক, সবসময়ই প্রত্যেক চিকিৎসকের সম্মান রক্ষা ও অবদান স্বীকার আমার কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পায়। বহু আগে থেকেই আমি নিজেও চিকিৎসকদের নিরাপত্তা, অধিকার ও দায়িত্ব নিয়ে সোচ্চার আছি। সেই লক্ষ্যে আমি ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস এন্ড রেসপন্সিবিলিটিস (FDSR) এর সাথে প্রোগ্রাম করেছিলাম, তা আমার পেইজ থেকে শেয়ার করেছিলাম সকলের উদ্দেশে। তবুও মানুষ হিসেবে আমি ভুলের ঊর্ধ্বে নই। তাই আমার কথায় হয়তো অনেক সহকর্মী - সিনিয়র চিকিৎসক কষ্ট পেয়েছেন কিংবা মনক্ষুণ্ন হয়েছেন। আমি তাদের সবার প্রতি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (8)
ম নাছিরউদ্দীন শাহ ৩ আগস্ট, ২০২১, ৪:৫৯ পিএম says : 0
আপনি ইতিমধ্যে ডায়াবেটিস চিকিৎসায় বিপ্লব ঘটিয়েদিয়েছেন। চিকিৎসা বিজ্ঞানে এই বিশালাকার বিনা ঔষধে ডায়াবেটিস নিয়ন্ত্রণ এই অবদানের জন্যে রাষ্ট্র কতৃক সব্বোউচ্ছ পদক পাবেন। ইনশাআল্লাহ। আপনার ন‍্যাচারাল খাদ‍্য অভ‍্যাসপুষ্টিকর খাবার লাইফ ষ্টাইল পরিবর্তন। প্রতিটি খাদ‍্যের পূষ্টগুন সচিত্র প্রতিবেদন জাতির সামনে উপস্থাপন করুন। জাতীয় ভাবে এবং আন্তর্জাতিক ভাবে আপনার চিকিৎসা মান নিয়ে আরো গভীরে গবেষণা করুন। কিভাবে রাষ্ট্র কতৃক মানব সেবায় সব্বোউচ্ছ সম্মাননা পাওয়া। সেই পরিকল্পনায় কাজ করুন। একবেলা খাওয়া সন্ধ্যায় খাওয়া অসংখ্য নফল রোজা শৃংখলা সবকিছুই পরিপূর্ণ আকারে জাতীয় আন্তর্জাতিক পয‍্যাযে পযর্ন্ত গ্রহনো যোগতার পরিপূর্ণ বিজ্ঞান সম্মত পরিকল্পনা গহন করে প্রকাশ করুন। বাধা প্রতিবদ্ধকতা শক্র ষড়যন্ত্র ভাল কাজে থাকবেই। আপনি বীর যুদ্ধা এগিয়ে যাবেন মানবতার মহান আদশ‍্য নিয়ে। আপনার কাছে যাইনি আপনার বিডিও প্রোগ্রাম দেখে আমার স্ত্রী ডায়াবেটিসের বিরুদ্ধে বিজয়ী হয়েছে। এটি অবিশ্বাস্য ঘটনা।ডাক্তার জাহাঙ্গীর কবীর কে শতকোটি টাকার উপহার সামগ্রী দিলেও কম হবে। অথ‍্যাৎ টাকার অংকে বুঝাতে চায়লাম কি পরিমাণ খুশী আমি আমাদের পরিবারের সবাই। আল্লাহ আমাদের জন্যে ডাক্তার জাহাঙ্গীর কবির কে নিয়ামত হিসাবে পাটিয়েছেন। আল্লাহ তাহাকে হেফাজতের মাঝে রাখুন। আমিন।
Total Reply(0)
Rashed Khan ৩ আগস্ট, ২০২১, ৫:৪৬ পিএম says : 0
মানুষ মাত্রই ভুল। নিজের ভুল বুঝতে পেরে দুঃখপ্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি, সবাই আপনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। ডাক্তারি পেশাতে সবসময় সতর্কতা অবলম্বন করা অতীব জরুরি।
Total Reply(0)
Hasmat Ali ৩ আগস্ট, ২০২১, ৫:৪৯ পিএম says : 0
আপনি এগিয়ে চলুন। আমরা জাতি হিসেবে ভাল কিছু টলারেট করতে পারিনা। আল্লাহর উপর আস্থা রাখুন। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন ও সম্মানজনক জীবন দান করুন
Total Reply(0)
Morzina Hoq ৩ আগস্ট, ২০২১, ৫:৫০ পিএম says : 0
গুনীর কদর এ দেশে নেই বললেই চলে। আপনি এগিয়ে যান সমালোচনায় কান দিবেন না। আপনার লাইফ স্টাইলে অনেক মানুষ উপকৃত হয়েছে।।কিছু মানুষ আপনাকে নিয়ে বিচলিত কিন্তু বেশীর ভাগ মানুষ আপনার পক্ষে তাই আপনি এগিয়ে যান আপনার যোগ্যতায়। শুভ কামনা ও দোয়া রইলো আপনার জন্য।
Total Reply(0)
Sk Nuruzzaman ৩ আগস্ট, ২০২১, ৫:৫২ পিএম says : 0
বর্তমানের কিছু ডাক্তারগণ আপনাকে নিয়ে অনেক বিচলিত কিন্তু জনসাধারণ আপনার পক্ষে,এগিয়ে যান নিজ গতিতে। দোয়া রইল আপনার ও আপনার পরিবারের জন্য।
Total Reply(0)
Mahmud Huzaifa ৩ আগস্ট, ২০২১, ৫:৫৩ পিএম says : 0
আল্লাহ আপনাকে সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করুন।
Total Reply(0)
KHALED ৩ আগস্ট, ২০২১, ৫:৫৩ পিএম says : 0
সরি স্যার আপনারা আসছেন এই অন্ধের দেশে আয়না বিক্রি করতে, যাই হোক আল্লাহ ভরসা সব জুলুমেরই শেষ আছে।
Total Reply(0)
Tariq Rashid ৩ আগস্ট, ২০২১, ১০:১৩ পিএম says : 0
ইনশাআল্লাহ আপনি আরও শ্রদ্ধার আসন পেতে পারেন।আপনার মতো মানূষদের আল্লাহ সম্মানিত করেন।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন