শরীয়তপুরের নড়িয়ায় করোনা দুর্যোগে কর্মহীন ৮৫টি সনাতন ধর্মালম্বী পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ১১টায় নড়িয়া পৌরসভা চত্তরে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের উদ্যোগে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তহবিল থেকে ২৫০ জনকে ৫০০টাকা করে অর্থ সহায়তা দেয়া হয়েছে।
এসময় উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে করোনা মহামারীর শুরু থেকেই আমরা অসহায় কর্মহীনদের পাশে রয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই বাংলার মানুষকে নিয়ে ভাবেন। তার শুধু ভাবনা, কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিভাবে এদেশের মানুষ ভালো থাকবে। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে আজ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ করোনা মোকাবেলায়ও বাংলাদেশ বিশ্বের রোল মডেল হবে।
এসময় নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, সহকারী কমিশনার (ভুমি) মো. মোরশেদুল ইসলাম, নড়িয়া পৌরসভার মেয়র মো. আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মো. নাজমা মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন