শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রূপগঞ্জে ক্যামিকেল কারখানার গোডাউনে আগুন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২১, ৩:০১ পিএম | আপডেট : ৩:৩৯ পিএম, ৪ আগস্ট, ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এম হোসেন কটন এন্ড স্পিনিং মিলের ইউনাইটেড লেদারের ক্যামিকেলের গোডাউনের আগুনের ঘটনা ঘটেছে। আগুনে প্লাস্টিক জাতীয় মালামাল পুড়ে গেছে। বুধবার বেলা ১২ টার দিকে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকার ইউনাইটেড লেদার কারখানার গোডাউনে এ অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এদিকে, স্থানীয় এলাকাবাসী ও উপজেলা ছাত্রলীগ নেতার্মীদের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। আগুন নেভানোর বিষয় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দিনোমনি শর্মা।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, ইউনাইডেট লেদার কারখানার ৪ শতাধিক শ্রমিক-কর্মচারী কাজ করতো। এটি একটি রপ্তানিমূখী কারখানা। লকডাউনের কারণে কারখানাটি বন্ধ ছিল। বেলা ১২ টার দিকে এম হোসেন কটন এন্ড স্পিনিং মিলের ইউনাইটেড লেদারের ক্যামিকেলের গোডাউনে হঠাৎ করে আগুন ধরে যায়। আগুন জ¦লতে থাকলে কারখানার অন্য ভবনের শ্রমিকরা ছুটাছটি করতে থাকে। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকে। এসময় পুরো এলাকায় মানুষের মাঝে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার ও সাধারন সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাসুমসহ ছাত্রলীগ নেতাকর্মীসহ স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ঢাকা, ডেমরা, আড়াইহাজার, সোনারগাঁও, নারায়ণগঞ্জ, কাঞ্চন ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট প্রায় ৩ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষনে কারখানায় থাকা প্লাষ্টিক জাতীয় মালামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষনিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি কর্তৃপক্ষ।

এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ নূসরাত জাহান, গ সার্কেলের সহকারী পুলিশ সুপার আবির হোসেন।
ঢাকা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দিনোমনি শর্মা বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট। আগুন নিয়ন্ত্রনে চলে এসেছে। কোন প্রকার হতাহতের ঘটনা ঘটেনি। তবে, সময় মতো আগুনের নেভানে না পারলে আশ-পাশের মিলকারখানা ও বসতবাড়িতে আগুন ছড়িয়ে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারতো।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন