শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর স্ত্রীর ইন্তেকাল

ফটিকছড়ি (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, ফটিকছড়িস্থ জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার মুহতামিম ও আলেমেদ্বীন আল্লামা শাহ মুহাম্মদ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সহধর্মিণী মরিয়ম খাতুন বার্ধক্যজনিত কারণে বেলা ২টায় চট্টগ্রাম সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি হেফাজত আমীর আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরীর বড় মামী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্বামী আল্লামা শাহ মুহাম্মদ মুহিব্বুল্লাহ বাবুনগরী, ৩ পুত্র, ৮ কন্যা, অসংখ্য নাতী-নাতনী আত্মীয়-স্বজন রেখে গেছেন। হেফাজত আমীর আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী ও মহাসচিব আল্লামা হাফেজ মুহাম্মদ নূরুল ইসলাম জিহাদী হেফাজতের প্রধান উপদেষ্টা আল্লামা শাহ মুহাম্মদ মুহিব্বুল্লাহ বাবুনগরীর স্ত্রীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। তারা বলেন, মরহুমা একজন দ্বীনদ্বার এবং পরহেজগার মহিলা ছিলেন। ফটিকছড়ি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এক বিবৃতিতে দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর স্ত্রীর ইন্তেকালে শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন