মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

খুলনায় বিসিএস’র ভুয়া পরীক্ষার্থীর জেল-জরিমানা

প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনা নৌ-বাহিনী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩৭তম বিসিএস পরীক্ষায় মোঃ শায়খুল ইসলাম নামের একজন ভুয়া পরীক্ষার্থীকে শুক্রবার এক বছর বিনাশ্রম কারাদÐ, এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদÐ দেয়া হয়েছে। ভুয়া প্রবেশপত্র তৈরি করে পরীক্ষায় অংশ নেয়ায় ভ্রাম্যমাণ আদালত শুক্রবার তাকে এ শাস্তি দেন। সে মাগুরা জেলার শালিখা উপজেলার কোমরকাটা গ্রামের মোঃ ফরিদুর রহমানের ছেলে।
জেলা প্রশাসনের সূত্র জানায়, ভুয়া প্রবেশপত্র তৈরি করে পরীক্ষায় অংশ নেয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন-১৯৮০’র ৩ ধারা মোতাবেক শাস্তি প্রদান করেন। জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, অপরাধীকে শুক্রবার দুপুরের পর জেলা কারাগারে প্রেরণ করা হয়।
খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কেসিসি উইমেন্স কলেজ, জিলা স্কুল, সরকারি মহিলা কলেজ, খুলনা পাবলিক কলেজ, হাজী মুহাম্মদ মহসীন কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এবং নৌ-বাহিনী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রে মোট ১৪ হাজার ৫০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ হাজার ৪৭২ জন অংশ নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন