রূপগঞ্জ উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পলখান এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে চালকের হাত-পা বেঁধে কাপড় বোঝাই কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে এ ঘটনা। এ ঘটনায় শুক্রবার বিকেলে রাজধানীর তুরাগ ভাওয়ালিয়াপাড়া এলাকার এইচআর অ্যাডমিন এ্যাকজিকিউটিভ স্মাইল এ্যাপারেলস কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
মামলার বাদী দেলোয়ার হোসেন জানান, রাজধানীর তুরাগ ভাওয়ালিয়াপাড়া এলাকার এইচআর অ্যাডমিন এ্যাকজিকিউটিভ স্মাইল এ্যাপারেলস কোম্পানির বিভিন্ন ধরনের কাপড় ময়মনসিংহের ভালুকা উপজেলার মাস্টার বাড়ি এলাকার এনার্জি নিট কম্পোজিট কারখানায় ডাইংয়ের জন্য পাঠানো হয়ে থাকে। এরপর এসব কাপড় ওয়াস করার জন্য আবার নারায়ণগঞ্জ বিসিক এলাকার নিট হোম কোম্পানিতে পাঠানো হয়ে থাকে।
বৃহস্পতিবার বিকেলে ৪টার দিকে ১৯ লাখ টাকা মূল্যের কাপড় ডাইং করার পর ওয়াস করার উদ্দেশ্যে ময়মনসিংহের ভালুকা উপজেলার মাস্টার বাড়ি এলাকার এনার্জি নিট কম্পোজিট কারখানা থেকে কাভার্ডভ্যান যোগে নারায়ণগঞ্জ বিসিক এলাকার নিট হোম কোম্পানির উদ্দেশ্যে রওনা হয়। সন্ধ্যা ৬টার দিকে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পলখান এলাকায় পৌঁছামাত্র একটি সাদা প্রাইভেটকারযোগে এসে ৩ থেকে ৪ জন ব্যক্তি কাভার্ডভ্যানটিকে সিগনাল দেন। এরপর থামানো হলে তারা নিজেদের জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দেয়। এক পর্যায়ে চালক হেলাল সিকদারের হাত-পা বেঁধে ফেলে প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে কাভার্ডভ্যানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
রাত ৯টার দিকে কাভার্ডভ্যান চালক হেলাল সিকদারকে হাত-পা বাঁধা অবস্থায় গাজীপুরের কালীগঞ্জ এলাকায় ফেলে রেখে চলে যায়। পরে সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার হয়ে বিভিন্ন স্থানে খোজাখুজি করেও কাপড় বোঝাই কাভার্ডভ্যানটি উদ্ধার করা সম্ভব হয়নি। পরে শুক্রবার বিকেলে এ ঘটনায় তিনি বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এলাকাবাসী জানান, এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের কাঞ্চন সেতু থেকে পলখান পর্যন্ত এলাকায় প্রায় সময়ই মালবাহী যানবাহন ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ছিনতাই হওয়া কাপড়সহ কাভার্ডভ্যান উদ্ধার ও ছিনতাই চক্রের সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন