শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

১১ আগস্ট থেকে চলবে ৫৭ জোড়া ট্রেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২১, ১২:২২ এএম

১০ আগস্ট শেষ হচ্ছে কঠোর বিধিনিষেধ। পরদিন ১১ আগস্ট থেকে চলাচল করবে ৫৭ জোড়া ট্রেন। এরমধ্যে ৩৮ জোড়া আন্তঃনগর ও ১৯ জোড়া মেইল-কমিউটার।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, স্বাস্থ্যবিধি মেনে এবারও ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে, যার পুরোটাই দেওয়া হবে অনলাইনে। বন্ধ থাকবে কাউন্টার। মন্ত্রী জানান, ঈদুল আযহা উপলক্ষ্যে যে কয়টা ট্রেন চলেছে, ওইগুলো দিয়েই ১১ আগস্ট থেকে রেল চলাচল শুরু হবে। নিয়ম কানুনও থাকবে একই। এর আগে গত মঙ্গলবার সচিবালয়ে করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, করোনা মহামারির মধ্যে চলমান কঠোর বিধিনিষেধ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার। আগামী ১১ আগস্ট থেকে সারাদেশের দোকানপাট খুলে দেওয়া হবে। সীমিত পরিসরে রোটেশন করে যানবাহন চলবে, খুলবে অফিস। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। অর্ধেক টিকিট অনলাইনে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন