শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রামপালে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ও সুন্দরবন রক্ষার দাবিতে যশোরে মানববন্ধন

প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

যশোর ব্যুরো : রামপালে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ও সুন্দরবন রক্ষার দাবিতে যশোরে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। শুক্রবার বেলা ১২টার দিকে যশোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যশোর জেলা শাখার সভাপতি উজ্জ্বল বিশ্বাস, সাধারণ সম্পাদক পলাশ পাল ও ইমরান খান
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সুন্দরবন ধ্বংস করে রামপালে কোনো বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে দেয়া হবে না। রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করলে যে ক্ষতি হবে তা পুরো জাতিকে বহন করতে হবে। দেশ অরক্ষিত হয়ে পড়বে। লাখ লাখ মানুষের কর্মসংস্থান নষ্ট হবে। এ জন্য অবিলম্বে রামপাল থেকে বিদ্যুৎ কেন্দ্র প্রত্যাহার করতে হবে। সুন্দরবনকে রাক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হয়ে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন