সুনামগঞ্জের ছাতকে জন্মদাতা পিতাকে লোহার শিকলে বেঁধে নির্যাতন করেছে পাষল্ড এক ছেলে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের রুক্কা গ্রামে। এ ঘটনায় ছেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।
জানা যায়, উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের রুক্কা গ্রামের মমশ্বর আলীকে তার একমাত্র ছেলে সুহেল মিয়া মারপিট করে। এতে গুরুতর আহত হয় সে। মারপিট করেই ক্ষান্ত হয়নি লোহার শিকলে বেঁধে ঘরের বারান্দায় ফেলে রাখে পিতাকে। খবর পেয়ে রাতেই ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ উপস্থিত হয়ে আহত মমশ্বর আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
পরে স্থানীয়দের সহায়তায় পাষন্ড ছেলেকেও আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়। এ ব্যাপারে ছাতক থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, গতকাল দুপুরে আটককৃতকে সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন