উত্তরের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ছমির নগর এলাকার আস্তানে আজিজিয়া সিংগেরগাড়ি দরবার শরীফের গদীনশীন পীর আলহাজ¦ শাহ সুফি শামসুল আলম আজিজি গত বৃহষ্পতিবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার বাদ জুম্মাহ মরহুম পীর ছাহেবের নামাজে জানাজা ও দাফন দরবার শরীফ প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে। মরহুমের ইন্তেকাল ও দাফনের সংবাদ নিশ্চিত করে তার মুরিদ পিংকু আহম্মেদ ইনকিলাবকে জানান, জানাজা ও দাফন অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত বিপুল সংখ্যক মুরিদান অংশগ্রহণ করেন।
তিনি তরিকায়ে কাদেরিয়া মোজাদ্দেদীয়া চিশতিয়া সিলসিলার পীর ছিলেন বলে জানা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন