শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রূপগঞ্জে ৩৫ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

 

নারাণগঞ্জের রূপগঞ্জে ৩৫ কেজি ওজনের সাড়ে ৩ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১। এসময় তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ গ্রেফতারের বিষয়টি জানান।

গ্রেফতারকৃতরা হলেন- মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার মান্দ্রা এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুল হালিম, একই এলাকার পশ্চিম আউটশাহী এলাকার মৃত বিশু মিয়ার ছেলে আব্দুল মালেক ও মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল মজিদ। র‌্যাব এ ব্যাপারে গ্রেফতার তিনজনকে আসামি করে পূরাকীর্তি আইন ২৩ এর ৩নং ধারায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের জিন্দা এলাকায় র‌্যাব-১ সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিল। দুপুর ২টার দিকে তারা খবর পান গাউছিয়া-কাঞ্চন সড়কে কালাদী এলাকায় অবস্থিত মেসার্স এফ হক ফিলিং স্টেশনের সামনে কয়েকজন চোরাকারবারি কষ্টিপাথরের মূর্তি চোরালানের উদ্দেশে নিয়ে যাচ্ছে। এসময় র‌্যাব-১ এর সদস্যরা অভিযান চালিয়ে ৩২ ইঞ্চি দৈর্ঘ্যের ৩৫.৪ কেজি ওজনের প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিসহ তিন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা কষ্টিপাথরের মূর্তি পাচারের কথা স্বীকার করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ৩৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তিসহ র‌্যাব-১ তিনজনকে গ্রেফতারের পর রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন