শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মেয়ের সাথে অভিমানে বাবার আত্মহত্যা

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

নিজ কন্যা জামিরন ও জামাই হেলালের সাথে ঝগড়ার জেরে অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে জামাত আলী (৭০) নামের এক বৃদ্ধ। তার বাড়ি বগুড়া সদরের ইসলামপুর ( হরিগাড়ি) গ্রামে। সেই ওই গ্রামের মৃত রইস উদ্দিনের পুত্র।

এলাকাবাসি জানিয়েছে, গতকাল শনিবার সকালে জামাত আলীর সাথে নিজ কন্যা জামিরনের ঝগড়া হয়। ঝগড়ায় জামাত আলীর জামাই হেলাল স্ত্রী জামিরনের পক্ষ নিয়ে শ্বশুরকে অপমান করলে মনের দুঃখে গ্যাস ট্যাবলেট খায় জামাত আলী। এঘটনা জানতে পারলে স্বজন ও প্রতিবেশিরা তাকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয় । হাসপাতালে চিকিৎসা শুরুর আগেই মারা যায় সে। পরে পুলিশের সম্মতিতে ময়নাতদন্ত করে জামাতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এরপর তার দাফন সম্পন্ন হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন