কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে ডুবে নিখোঁজের ১৬ ঘণ্টা পর মুমিনুল হক তানভির নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল শনিবার সকালে ওই উপজেলার মাতামুহুরী নদীর মৌলভীরচর পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মুমিনুল হক তানভির চকরিয়া পৌরসভার হালাকাকারা মৌলভীরচর এলাকার এহছানুল হকের ছেলে। গত শুক্রবার বিকেলে রাইয়ান নামে আরেক শিশুর সঙ্গে নদীর চরে খেলতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় সে।
চকরিয়া মৎস্যজীবী সমিতির সভাপতি আশরাফ আলী বলেন, শিশু মুমিনুল নিখোঁজের খবর পেয়ে জাল দিয়ে ওই এলাকায় উদ্ধার তৎপরতা চালানো হয়। পরে ব্যর্থ হয়ে নদীর ভাটার দিকে খোঁজ নেয়া হয়। শনিবার সকালে নিখোঁযের স্থানেই তার লাশ ভেসে ওঠে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন