রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

অধ্যাপক নাজমা চৌধুরী আর নেই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

বিশিষ্ট শিক্ষাবিদ ও এমিরেটাস অধ্যাপক নাজমা চৌধুরী আর নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি গতকাল রোববার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দুই মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণ গ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

প্রফেসর নাজমা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা এবং বিভাগটির এমিরিটাস অধ্যাপক ছিলেন। তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন।
এছাড়া, প্রথিতযশা গবেষক প্রফেসর নাজমা চৌধুরী দেশের নারীশিক্ষার প্রসার ও নারী অধিকার প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন। নাজমা চৌধুরী ১৯৪২ সালের ২৬ ফেব্রুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। গবেষণা খাতে বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদকসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন