শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভুয়া জন্মনিবন্ধন কার্ড তৈরি করায় অর্থদন্ড

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

সুবর্ণচরে আইডি হ্যাক করে ২ হাজার টাকার বিনিময়ে জন্মনিবন্ধন সংশোধন করায় অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরের দিকে উপজেলার ৬নং চর আমান উল্যাহ ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। ইউপি সচিব মো. আবুল কালাম আজাদ জানান, উপজেলার কাটাবুনিয়া গ্রামের ২নম্বর ওয়ার্ডের মো. সেলিমের ছেলে মো. নাজিম উদ্দিন সকাল ১১ টার দিকে ইউনিয়ন পরিষদে এসে ভুয়া জন্মনিবন্ধনের অনলাইন কপি জমা দিতে আসলে তাকে হাতেনাতে ধরে উপজেলা নির্বাহী অফিসারের সামনে হাজির করা হয়। এ সময় নির্বাহী অফিসার আটককৃত মো. নাজিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করলে, সে উপজেলা গেইট সংলগ্ন তুহিন কম্পিউটারের কম্পিউটারম্যান মো. বাবলুর নাম প্রকাশ করেন। পরে উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা অভিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে ওই প্রতিষ্ঠানকে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা অর্থদন্ড করেন। একই সাথে এ ধরনের অনিয়মের সাথে ভবিষ্যতে জড়িত থাকবে না বলে মুচলেকা নেয়া হয়। জালিয়াতি চক্র উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদের আইডি হ্যাক করে এ ধরনের ঘটনা ঘটায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন