শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

মৃত্যুবার্ষিকী মো. শামসুল হক

বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

দৈনিক ইনকিলাব সাংবাদিক একলাছ হকের বাবা আলহাজ মো. শামসুল হকের ১ম মৃত্যুবার্ষিকী আজ (১০ আগস্ট)। গত বছরের এই দিনে তিনি ইন্তেকাল করেন। মো. শামসুল হক নরসিংদী জেলার মনোহরদী উপজেলাধীন পাঁচকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। তিনি শিক্ষকতার পাশাপাশি ছড়া, কবিতা ও অনুবাদ লিখতেন। তার লেখা ছড়া, কবিতা, অনুবাদ ছাপা হয়েছে দেশের স্বনামধন্য পত্রিকা ও ম্যাগাজিনে। সমাজসেবায়ও তিনি ছিলেন অগ্রগামী। দক্ষতার সাথে পরিচালনা করতেন স্থানীয় বিচারকার্য। এলাকার মানুষ তার সুনাম এখনো স্মরণ করেন। স্থানীয় মসজিদ মাদরাসার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন দীর্ঘদিন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মনোহরদীর শুকুন্দী গাছুয়ারকান্দা গ্রামের মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন