মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে ৭ ঘণ্টা পর শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল স্বাভাবিক।বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সচল হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে এ রুটে ফেরি এবং সব নৌযান চলাচল বন্ধ হয়ে যায়।এ সময় মাঝ সহস্রাধিক যাত্রী নিয়ে ৮টি ফেরি আটকা পড়ে। দু’পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পরে দু’ শ যান।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক মো. গিয়াসউদ্দিন পাটুয়ারী জানান, পদ্মা অববাহিকায় রাত ২টায় ঘন কুয়াশা নেমে আসে। কুয়াশার চাঁদরে ঢাকা পড়ে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-চ্যানেল। মার্কিং বয়া বাতি অদৃশ্যমান হয়ে পড়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি পারাপার বন্ধ করে দেয়া হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন