শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঈশ্বরগঞ্জে এবার সাংবাদিকের মোটরসাইকেল চুরি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২১, ৯:২৩ পিএম | আপডেট : ৯:৪২ পিএম, ১০ আগস্ট, ২০২১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একদিন পার হতে না হতেই এবার সাংবাদিকের মোটরসাইকেল চুরি হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে পৌর এলাকায় পশু হাসপাতাল রোডের বাসার নিচ থেকে ওই গাড়ি চুরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ওসি। তবে এখনো চোর শনাক্ত করতে পারেনি।

জানা যায়, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের বর্তমান কোষাধ্যক্ষ ও দৈনিক প্রতিদিনের ঈশ্বরগঞ্জ প্রতিনিধি রুহুল আমিন রিপন প্রতিদিনের মতো নিজের কাজ শেষে বাসার নিচে মোটরসাইকেল রেখে ভিতরে যায়। কিছুক্ষণ পর বাসা থেকে বাহির হয়ে দেখতে পায় গাড়িটি নেই, এমন ঘটনার সাথে সাথে পুলিশকে জানিয়ে সহকর্মীদের সাথে নিয়ে খোঁজাখুঁজি করেও এ রিপোর্ট লেখা পর্যন্ত গাড়ির কোন সন্ধান পাওয়া যায়নি। এভাবে পরপর চুরির ঘটনায় ঈশ্বরগঞ্জের সাংবাদিক সমাজ খুবই উদ্বিগ্ন।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি, গাড়িটি উদ্ধার ও চোর শনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন