সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পদত্যাগ করলেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২১, ১১:১৩ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে করা এক তদন্তে ১১ জন নারীকে যৌন হেনস্তা করার অভিযোগ পাওয়ার পর তিনি পদত্যাগ করনে। এর আগে ডেমোক্রেট আইনপ্রণেতারা এবং প্রেসিডেন্ট জো বাইডেন তাকে সরে দাঁড়াতে বলেন। খবর আল জাজিরার।

অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি অনাকাঙ্ক্ষিতভাবে নারীদের চুমু দিয়েছেন। তাদের শরীরের অন্যান্য অংশেও অযাচিতভাবে হাত দিয়েছেন কুমো। ওই নারীদের চেহারা এবং তাদের যৌন জীবন নিয়েও উত্তেজক মন্তব্য করেন তিনি। এছাড়া তিনি ভয়ের একটি কর্ম পরিবেশও সৃষ্টি করেছিলেন। কুমোর পদত্যাগ দুই সপ্তাহ পর কার্যকর হবে বলে জানানো হয়েছে।

তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পাঁচ মাস ধরে তদন্ত করা হয়। নিউইয়র্কে অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস এ মাসের শুরুতে সেই তদন্ত প্রতিবেদন করার পরই সরে দাঁড়ালেন কুমো।

উল্লেখ্য, নিউইয়র্ক হচ্ছে যুক্তরাষ্ট্রের চতুর্থ জনবহুল রাজ্য। ২০১১ সাল এই রাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন কুমো। মঙ্গলবার (১০ আগস্ট) তিনি নিজের পদত্যাগের কথা ঘোষণা করলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন