চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় এস আলম গ্রুপের নির্মাণাধীন কয়লাবিদ্যুৎকেন্দ্রের একজন চীনা কর্মী নিখোঁজ হয়েছেন। বুধবার দুপুর থেকে তার সন্ধান মিলছে না বলে জানান বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা। রাত সোয়া ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান মেলেনি বলে ইনকিলাবকে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির।
তিনি বলেন, ওই চীনা নাগরিক সাগরতীরে পাইপ লাইন বসানোর কাজ করছিলেন। শোনা যাচ্ছে এ সময় তিনি সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। তবে প্রকৃত ঘটনা কী তার তদন্ত শুরু হয়েছে। একইসাথে ওই শ্রমিকের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।
বিদ্যুৎকেন্দ্র থেকে অভিযোগ করা হয় দুপুর থেকে তাকে বিদ্যুৎকেন্দ্রে পাওয়া যাচ্ছে না। জি কুইনজেন (৩৪) নামের ওই শ্রমিক ওই কেন্দ্রে পাইপ বসানোর কাজে নিয়োজিত মাউমিং কোম্পানির উপ-ঠিকাদার সিপিপি কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি কয়লাবিদ্যুৎকেন্দ্রে সাগরপাড়ে পাইপলাইনে কাজ করতেন। যথারীতি সকালে কাজ করতে গেলেও দুপুরে আর ফেরেনি।
শ্রমিক নিখোঁজ সম্পর্কে এস এস পাওয়ার প্ল্যান্টের প্রধান সমন্বয়ক ফারুক আহমেদ সাংবাদিকদের বলেন, বেলা একটার পর থেকে জি কুইনজেনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজে বের করতে তার সহকর্মীসহ বিদ্যুৎকেন্দ্রের লোকজন তল্লাশি চালিয়ে যাচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন