শেরপুর জেলা সংবাদদাতা : ২০১৬ সালে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির নামের তালিকা করতে নানা অনিয়ম করে প্রকৃত দরিদ্র, প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের বাদ দিয়ে সুপারিশের ভিত্তিতে ছাত্র-ছাত্রীর তালিকা করার প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা গতকাল দুপুর থেকে শেরপুর সরকারি কলেজে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘট ডেকেছে। একই সাথে তারা বিক্ষোভ প্রদর্শন শেষে কলেজে তালা ঝুলিয়ে দিয়েছে।
এদিকে কলেজে উপবৃত্তির তালিকা ঝুলিয়ে দিয়ে কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ দায়িত্বশীল শিক্ষকরা কৌশলে কলেজে অনুপস্থিত থাকেন। এ বিষয়ে জানার জন্য কলেজে গেলে উপবৃত্তির তালিকা তৈরির জন্য গঠিত উপকমিটির সদস্য প্রভাষক সাজ্জাদ হোসেন বলেন, আমি এসব বিষয়ে কোনো তথ্য দিতে পারব না। তবে তিনি উপবৃত্তির অনিয়মের বিষয়টিও অস্বীকার করতে পারেননি।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, তারা আগামীকালও বিক্ষোভসহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন