শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাউজানে হিজরী ১৪৩৮কে স্বাগত জানিয়ে র‌্যালি

প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

রাউজান উপজেলা সংবাদদাতা : হিজরী নববর্ষ ১৪৩৮ কে স্বাগত জানিয়ে রাউজানের আমিরহাটে এক আলোচনা সভা ও র‌্যালি গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। দশদিন ব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল বাস্তবায়ন কমিটি এই র‌্যালির আয়োজন করে। এতে র‌্যালিটি সর্তা ব্রিজের পশ্চিমপাশ থেকে শুরু করে দোস্ত মুহাম্মদ সড়ক দিয়ে আমিরহাট কাঁচা বাজারে গিয়ে সমাপ্তি হয়। এই উপলক্ষে আলোচনা সভা সৈয়্যদ মুহাম্মদ আলী আকবর তৈয়্যবীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযুদ্ধা মাস্টার মোহাম্মদ আবদুল কুদ্দুছ, সচিব সাংবাদিক এম বেলাল উদ্দিন, মওলানা ইয়াছিন মাইজভান্ডারী, মওলানা ছোলায়মান চৌ., মোঃ মোরশেদুল আলম, খ.ব.ম হাছান, মওলানা দিদার নুরী, হাফেজ মৌ. সালাহউদ্দিন, হাফেজ মৌ. হাসান, হাফেজ মৌ. ওমর ফারুক, মওলানা আবদুল মান্নান কাদেরী, মওলানা জিলহাজ্ব উদ্দিন আত্তারী, মওলানা ইউছুফ কাদেরী, মওলানা তাজ মোহাম্মদ রেজভী, মওলানা মুহাম্মদ মোজাম্মেল হোসাইন, হাফেজ মৌ. আবদুল খালেক, হাফেজ মৌ. হারুন, হাফেজ মৌ. আবদুল খালেক, মওলানা আবু তালেব রেজভী, নুর মোহাম্মদ প্রমুখ। এতে বক্তারা বলেন, হিজরী নববর্ষ শুরু হলে নামধারী মুসলমানরা বলতে পারে না কখন হিজরী নববর্ষ শুরু হয়েছে। শুধু তা নয় পয়লা বৈশাখ ও পয়লা জানুয়ারী নতুন বছর শুরু হলে অনেকের চোখের ঘুম থাকে না কিভাবে এগুলোকে বরণ করে নেবে। কিন্তু মুসলমানদের যেটি অতিব সম্মানের সহিত গ্রহণ করা দরকার সেটি এদেশের হাজার হাজার মুসলমানরা গ্রহণ করতে ভুলে যায়। বক্তারা বলেন, শতকরা ৮৪ ভাগ মুসলমানের এই দেশে পহেলা মহররম কিংবা হিজরী নববর্ষ কখন শুরু হয় তাও অনেকে জানে না। বক্তারা বলেন, নতুন বছরে আমরা আল্লাহ ও আল্লাহ রাসূলের কোরআন সুন্নাহর বিধান মত জীবন পরিচালনা করব এটি হোক এই নববর্ষের সেøাগান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন