রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

১৯ সদস্যবিশিষ্ট বেদে সমাজ উন্নয়ন সংস্থা গঠিত

প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : গত শুক্রবার বিকালে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে একসভা অনুষ্ঠিত হয়। এই সভায় দেশের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠী বেদে সমাজের সার্বিক কল্যাণে ‘বেদে সমাজ উন্নয়ন সংস্থা’ নামে একটি জাতীয় সংস্থা গঠন করা হয়। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামি চিন্তাবিদ মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী আল-আযহারী (সাবেক ইমাম ও খতিব গণভবন ও সচিবালয় মসজিদ), উনসত্তরের গণ-অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদ এর অগ্রজ, প্রকৌ. এফ. এম. রশীদুজ্জামান (সাবেক সিনেট সদস্য-ঢাবি), দৈনিক ইত্তেফাকের সাবেক চীফ রিপোর্টার সৈয়দ আখতার ইউসুফ (জাতীয় প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি), বিশিষ্ট শিল্পপতি আবদুল্লাহ আল মামুনকে যথাক্রমে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, মহাসচিব ও কোষাধ্যক্ষ করে ১৯ সদস্য বিশিষ্ট একটি জাতীয় কমিটি গঠিত হয়। কমিটি যথাশীঘ্রই দেশের বেদে পল্লীগুলিতে এর কার্যক্রম শুরু করবে। দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা উপেক্ষিত বেদে সম্প্রদায়ের প্রতি দেশের বৃহত্তর জনগোষ্ঠীর দৃষ্টি আকর্ষণে এই কমিটি নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন