বগুড়া অফিস : গুরুতর অসুস্থ জমিয়াতুল মোদার্রেছীন বগুড়া জেলা শাখার সভাপতি ও প্রবীণ ইসলামী ব্যক্তিত্ব তোফায়েল হোসেন খানের রোগ মুক্তি কামনায় গতকাল বিকাল ৩টায় এক দোয়া মাহফিল সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাও শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ঠনঠনিয়া নুরুন আলা নুর সিনিয়র ফাজিল মাদ্রাসার সভাকক্ষে অনুষ্ঠিত জমিয়াতুল মোদার্রেছীন বগুড়া জেলা শাখা আয়োজিত এই সভার শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল হাই বারী দোয়া মাহফিলে আগত বিভিন্ন মাদ্রাসা প্রধান ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘‘মাওঃ তোফায়েল হোসেন খান বগুড়া জেলা জমিয়তের নেতাদের বটবৃক্ষের মতো। কাজেই আল্লাহর কাছে আমাদের সকলের প্রার্থনা থাকবে তিনি যেন সুস্থ শরীরে আরো বহুদিন সামনে থেকে নেতৃত্ব দিয়ে যেতে পারেন।’’ তিনি উপজেলা পর্যায়েও তোফায়েল হোসেন খানের জন্য দোয়া মাহফিলের আয়োজনের জন্য অনুরোধ জানান। সবশেষে সভাপতির মুনাজাতের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন