১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিনের কেক কাটার বিতর্ক থেকে বেরিয়ে আসতে সুধীজনের পরামর্শে গত কয়েক বছর ধরে ১৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করেন না বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।তবে বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির একাংশ রবিবার (১৫ আগস্ট) খালেদা জিয়ার ৭৭তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছে।
নয়াপল্টন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, সরকার খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায় বলেই মিথ্যা ও হয়রানিমূলক মামলায় সাজা দিয়েছে। তিনি জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তির ঐক্যের প্রতীক। খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করতে এবং দেশের জনগণের অধিকার ফিরিয়ে দিতে আমাদের জীবন বাজি রেখে লড়াই-সংগ্রাম করতে হবে। এই সংগ্রামে জয়ী হতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন