৩ বা ৪ রাকাত বিশিষ্ট নামাজে প্রথম ২ রাকাতের বৈঠকের সময় যদি আত্তাহিয়াতু , দুরুদ শরীফ, দোয়ায়ে মাছুরা সব পড়ে, কিন্তু সালাম না ফিরায়ে বাকি ২ রাকাত শেষ করে সালাম ফিরায়, তাহলে কি নামাজ সহীহ হবে, না সহু সেজদা দিতে হবে?
উত্তর : এমতাবস্থায় সাহু সেজদা দিতে হবে। উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ। প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন। inqilabqna@gmail.com
মন্তব্য করুন