শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মহানগর

শুনানির জন্য দুই সপ্তাহ সময় নিলো রাষ্ট্রপক্ষ

ফোনে আড়িপাতা বন্ধে রিট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

ফোনে আড়িপাতা বন্ধের নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি আগামী ২ সপ্তাহ পর। সরকারপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিচারপতি ইম.এনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ এ তারিখ ধার্য করেন। সরকারের পক্ষে শুনানির জন্য সময় প্রার্থনা করেন ডেপুটি এটর্নি জেনারেল বিপুল বাগমার। রিটকারী ১০ আইনজীবীর পক্ষে শুনানিতে অংশ নেন এডভোকেট মোহাম্মদ শিশির মনির।

এর আগে গত ১০ আগস্ট ফোনে আড়িপাতা বন্ধে পদক্ষেপ নেয়ার নির্দেশনা চেয়ে রিট করেন তিনি। রিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সংলাপ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফোনালাপ, সিনিয়র আইনজীবী মরহুম মওদুদ আহমদ ও রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার নাজমুল হাসানসহ ১৬টি ফোনালাপ ফাঁসের তদন্ত চাওয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন