রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে চালকের হাত-পা বেঁধে ছিনতাই হওয়া কাপড় বোঝাই কাভার্ডভ্যান উদ্ধার করেছে পুলিশ। ছিনতাই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মারুফ ওরফে বাবলু নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের প্রিয়াংকা সিটি এলাকা থেকে কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় রূপগঞ্জ থানা পুলিশ কাপড় বোঝাই কাভার্ডভ্যান উদ্ধারসহ এক জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মারুফ ওরফে বাবলু মাদারিপুর জেলার শিবচর উপজেলার বড় বাহাদুরপুর এলাকার আয়নাল আওলাদারের ছেলে। মামলার বাদী দেলোয়ার হোসেন জানান, রাজধানীর তুরাগ ভাওয়ালিয়াপাড়া এলাকার এইচআর অ্যাডমিন অ্যাকজিকিউটিভ স্মাইল অ্যাপারেলস কোম্পানির বিভিন্ন ধরনের কাপড় ময়মনসিংহের ভালুকা উপজেলার মাস্টার বাড়ি এলাকার এনার্জি নিট কম্পোজিট কারখানায় ডাইংয়ের জন্য পাঠানো হয়ে থাকে। বৃহস্পতিবার বিকেলে ৪টার দিকে ১৯ লাখ টাকা মূল্যের কাপড় ভালুকা উপজেলার মাস্টার বাড়ি এলাকার এনার্জি নিট কম্পোজিট কারখানা থেকে নারায়ণগঞ্জ বিসিক এলাকার নিট হোম কোম্পানির উদ্দেশ্যে রওনা হয়। সন্ধ্যা ৬টার দিকে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পলখান এলাকায় পৌছাবামাত্র একটি সাদা প্রাইভেটকার যোগে এসে ৩ থেকে ৪ জন ব্যক্তি কাভার্ডভ্যানটিকে সিগনাল দেন। এরপর থামানো হলে তারা নিজেদের জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দেয়। এক পর্যায়ে চালক হেলাল সিকদারের হাত-পা বেঁধে ফেলে প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে কাভার্ডভ্যানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন