ধানের কুড়ার সাথে কাপড়ের রং এবং কয়লা মিশিয়ে তৈরি হচ্ছিল হলুদ মরিচের গুঁড়ো। নগরীর খাতুনগঞ্জের জনি মসলা মিলে গতকাল বুধবার এমনন কান্ড ধরা পড়ে। খাদ্যে ভেজাল মিশ্রণের দায়ে তাৎক্ষণিক মিল মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। ধ্বংস করা হয় খাওয়ার অযোগ্য ৪০ কেজি ভেজাল মসলা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযানে কোতোয়ালী মোড়ের ইউনাইটেড মেডিসিন সেন্টারকে মেয়াদবিহীন কাটা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় আট হাজার টাকা, নিউমার্কেট মোড়ের মেসার্স ফরিদুল আলম কোম্পানিকে মেয়াদোত্তীর্ণ দই বিক্রি ও সংরক্ষণ করায় ২০ হাজার টাকা জরিমানাসহ দইগুলো ধ্বংস করা হয়।
মহিম দাশ সড়কের আল ফারুক স্টোরকে উৎপাদন-মেয়াদ উল্লেখবিহীন মোড়কজাত দুধ, বৈধ আমদানিকারকবিহীন বিদেশি পণ্য সংরক্ষণ করায় সাত হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন