শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ধানের কুড়ায় রং মিশিয়ে হলুদ মরিচের গুঁড়ো

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২১, ১২:০৭ এএম

ধানের কুড়ার সাথে কাপড়ের রং এবং কয়লা মিশিয়ে তৈরি হচ্ছিল হলুদ মরিচের গুঁড়ো। নগরীর খাতুনগঞ্জের জনি মসলা মিলে গতকাল বুধবার এমনন কান্ড ধরা পড়ে। খাদ্যে ভেজাল মিশ্রণের দায়ে তাৎক্ষণিক মিল মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। ধ্বংস করা হয় খাওয়ার অযোগ্য ৪০ কেজি ভেজাল মসলা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযানে কোতোয়ালী মোড়ের ইউনাইটেড মেডিসিন সেন্টারকে মেয়াদবিহীন কাটা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় আট হাজার টাকা, নিউমার্কেট মোড়ের মেসার্স ফরিদুল আলম কোম্পানিকে মেয়াদোত্তীর্ণ দই বিক্রি ও সংরক্ষণ করায় ২০ হাজার টাকা জরিমানাসহ দইগুলো ধ্বংস করা হয়।

মহিম দাশ সড়কের আল ফারুক স্টোরকে উৎপাদন-মেয়াদ উল্লেখবিহীন মোড়কজাত দুধ, বৈধ আমদানিকারকবিহীন বিদেশি পণ্য সংরক্ষণ করায় সাত হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
robiul alam ১৯ আগস্ট, ২০২১, ৭:০০ পিএম says : 0
dore guli kore sarajiboner jonno poggura hole kew kortona bwjal
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন