ডেঙ্গু জ্বর কেড়ে নিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক এক ছাত্রীর জীবন। ওই ছাত্রীর নাম তাবাসসুম শাহীরাহ্ আকলিমা। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪২তম ব্যাচের ছাত্রী ছিলেন।
সম্প্রতি তার বিয়ে হয়েছে একই বিশ্ববিদ্যালয়ের মিফতাহুল ইসলামের সঙ্গে। তাদের ঘর আলোকিত করে একটি ছেলে সন্তান। যে সন্তানের বয়স মাত্র দেড়মাস। এই ছোট্ট শিশুকে রেখে মা আকলিমা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে সাভারের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকলিমা। হাসপাতালটির ডিউটি ম্যানেজার বাবুল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গতকাল বুধবার রাত ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় আকলিমাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থা নাজুক হলে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। আজ সকাল ৭টা ২৫ মিনিটে তিনি মারা যান।’
আকলিমার স্বামী মিফতাহুল ইসলামও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আকলিমার গ্রামের বাড়ি কুমিল্লার বাটাকান্দি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন