ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : গত শনিবার রাতে ফরিদগঞ্জের পৌর এলাকায় দশম শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের শিকার শিক্ষার্থী বর্তমানে চাঁদপুর জেলা ২৫০ শয্যা হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসেস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে কিশোরীর বাবা মামলা দায়ের করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান পৌর এলাকার গাব্দারগাঁও গ্রামের বশিরদিঘির পাড়ের বাড়ির আনোয়ার উল্ল্যার ছেলে লম্পট রাজু (২৩) নানা কৌশলে গত এক বছর ধরে প্রেমের সর্ম্পক ছিল গড়ে তুলে। ওই দিন রাত মেয়েটিকে জরুরী কথা আছে বলে ঘর থেকে ডেকে নিয়ে বাড়ির পাশে বাগানে জোর করে ধর্ষণ করে। এ সময় মেয়েটি চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। লম্পট রাজু এসময় পালিয়ে যায়। মামলার তদন্ত কর্মকর্তা এ এসআই সুমন দাস জানান রাজু কে গ্রেফতারের অভিযান চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন