ফেনী জেলা সংবাদদাতা : কওমী সনদের সরকারি স্বীকৃতির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিতর্কিত মাওলানা ফরীদ উদ্দিন মাসউদকে আহবায়ক করে নবগঠিত ৯ সদস্যের কমিটিকে প্রত্যাখ্যান করে ফেনী জেলা হেফাজত নেতৃবৃন্দ বলেছেন, কওমী মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র সহ্য করা হবে না। এ বিষয়ে যে সিদ্ধান্ত বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) নিয়েছে তার সাথে ফেনী জেলা নেতারা একমত। গত শুক্রবার জেলা সহ-সেক্রেটারি মাও: আবুল কাশেমের সভাপতিত্বে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেতৃবৃন্দ বলেন, শীর্ষ উলামায়ে কেরামের সাথে কোনোরূপ আলোচনা না করে গত ২৭ সেপ্টেম্বর আকস্মিকভাবে কওমী মাদ্রাসা সনদের স্বীকৃতি বিষয়ে কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারি করা প্রজ্ঞাপন কওমী মাদ্রাসা ও ওলামায়ে কেরামের ঐক্যে বিভক্তি সৃষ্টির এক গভীর ষড়যন্ত্র। তারা আরো বলেন, ইসলামবিরোধী শিক্ষানীতি, প্রস্তাবিত বিতর্কিত শিক্ষা আইন, নাস্তিক্যবাদ ও হিন্দুত্ববাদের বিষয়াবলি বাদ দিয়ে স্কুল ও সরকারি মাদ্রাসার পাঠ্যবই সংশোধনের বিষয়ে যখন আলেম সমাজের নেতৃত্বে আলোচনা ও আন্দোলন গড়ে উঠছে তখন সে বিষয়ে কোনোরূপ সিদ্ধান্ত না নিয়ে হঠাৎ করে বিতর্কিত ফরীদ উদ্দিন মাসউদকে দিয়ে কমিটি গঠন শত শত বছরের ঐতিহ্যবাহী কওমী মাদ্রাসার স্বাধীনতা, স্বকীয়তা ও আদর্শকে ধ্বংস করার বিদেশী এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা ছাড়া আর কিছু নয়। বিবৃতিতে তারা এ বিষয়ে কওমী মাদ্রাসা সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার আহŸান জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন