ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহে পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল করতে পারেনি বিএনপি। পুলিশের বাধা পেয়ে বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে ঝিনাইদহ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে। মিছিল করার সময় পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের বাধায় তাদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পণ্ড হয়ে যায়। পুলিশের বাধা পেয়ে জেলা বিএনপির নেতারা শহরের গীতাঞ্জলী সড়কের দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। ঝিনাইদহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি মোঃ মসিউর রহমান। এ সময় বিএনপি নেতা আব্দুল মালেক, জাহিদুজ্জামান মনা, আনোয়ারুল ইসলাম বাদশা, আকতারুজ্জামান, নুরুজ্জামান, আশরাফুল ইসলাম পিন্টু, আরিফুল ইসলাম আনন, মিজানুর রহমান সুজান ও ছাত্রদল নেতা মোজামসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন