শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইটি এন্ড টেলিকম

প্যানাসনিক নমনীয় ব্যাটারি

প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বাজারে এলো প্যানাসনিক নমনীয় ব্যাটারিবাজারে এলো প্যানাসনিকের নমনীয় ব্যাটারি। অতিরিক্ত পাতলা হওয়ায় খুব সহজেই ভাঁজ করা যাবে এই ব্যাটারিটি। এর আয়তন মাত্র দশমিক ৫৫ মিলিমিটার। যা যেকোন ইলেক্ট্রনিক্স ডিভাইস ও পরিধানযোগ্য বস্ত্রে এই ব্যাটারি ব্যবহার করা যাবে। চলতি মাসেই এই ব্যাটারি বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে প্যানাসনিক কর্তৃপক্ষ। কোম্পানিটি পক্ষ থেকে বলা হয়েছে, নমনীয় এই ব্যাটারি বারবার চার্জ দিয়ে ব্যবহার উপযোগী করা যাবে। এ ধরণের প্রযুক্তির ব্যাটারি পরিধানযোগ্য প্রযুক্তি পণ্যে ব্যবহার করা যাবে। সোজা কিংবা ভাঁজ করা যে অবস্থায় এই ব্যাটারি ব্যবহার করা হোক না কেন তা সমান কাজ করতে সক্ষম হবে। তবে এ ব্যাটারির ধারণক্ষমতা মাত্র ৬০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের। তাই এই ব্যাটারিটি স্মার্টফোনে ব্যবহার উপযোগী নয়।

স আদনান রিয়াদ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন