গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুর মাড়িয়ালী কলাবাগান এলাকায় একটি খামারে হলিস্টিন ফিজিয়ান জাতের গরুর দুইমাথা চার চোখের শাবক দেখতে উৎসুক মানুষ ভিড় করছেন। গাভীর বাচ্চার দুই মাথা, চার চোখ! শুনেই অবাক হন অনেকে। অবাক হওয়া এরকম অনেক মানুষ গত তিনদিন যাবৎ ভিড় করছেন মধ্য মারিয়াল এলাকায় মো. আসলাম উদ্দীন সরকারের খামারে। কৌতুহলী মানুষ ওই খামারে দূর-দূরান্ত থেকে এসে ভিড় করছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সাদার মধ্যে ছিট কালো রংয়ের ওই গাভীর বাচ্চা দেখতে চারপাশে ভিড় জমিয়ে নানা রকম গল্প করছেন মানুষ। আজহার শাওন নামে এক যুবক বলেন, এমন গাভীর বাচ্চা আগে কখনো দেখেনি। ফুটফুটে এরকম কোমল বাচ্চা-দেখতে খুব ভালো লাগছে।
খামারি মো. আসলাম উদ্দিন সরকার বলেন, দুই বছর আগে কিশোরগঞ্জ থেকে ২ লাখ ৪০ হাজার টাকায় হলিস্টিন ফিজিয়ান জাতের মা গাভীটি কিনে লালন-পালন শুরু করেন। তার ওই খামারে আরো ৭-৮টি একই জাতের গরু রয়েছে। গত তিনদিন আগে একটি গাভীর দুই মাথা, চার চোখের একটি শাবকের জন্ম হয়। এর আগে ওই মা গাভীটি গত ১১ মাস আগে স্বাভাকি একটি বাচ্চা প্রসব করেছে। এরপর ওই গাভীটির কৃত্তিমভাবে বীজ প্রয়োগ করার পর এ অস্বাভাবিক বকনা (স্ত্রী লিগ্ন) বাচ্চা প্রসব করে। এখন ওই শাবক দেখতে আশপাশসহ দূরদূরান্ত থেকে মানুষ এসে ভিড় করছে। বাচ্চাটিকে খামার থেকে বের করে বাড়ির ভেতরে রাখা হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শাবকটিকে লালন করা হচ্ছে। জন্মের পরপরই মায়ের কাছ থেকে বাচ্চাকে আলাদা করে রাখা হয়েছে। স্ত্রী বাচ্চা প্রসব করা গাভীটিও সুস্থ্য রয়েছে বলেও তিনি জানান।
এসিআই এনিমেল হেলথ জেনেটিক লাইফ স্টক এসিসটেন্ড ও কৃত্তিম প্রজনন কর্মী ডাক্তার মো. সোলায়মান হোসেন বলেন, মা গাভীটি আগে থেকেই তাদের তত্ত্বাবধানে ছিলো। গত নয় মাস দশদিন আগে মা গাভীটিকে প্রজনন বীজ দেওয়া হয়। স্বাভাবিক সময়ের মধ্যে বাচ্চাটি প্রসব করে। বাচ্চাটি প্রতিবন্ধী হওয়ার কারণে এমনটা হয়েছে। এখন পর্যন্ত অনেকটা স্বাভাবিক রয়েছে শাবকটি। মা গাভীর দুধ ছাড়াও স্যালাইন ও পাওয়ারজেল খাওয়ানো হচ্ছে। যেহেতু শাবকটির মধ্যে কোন প্রকার অসুস্থতা নেই তাই সাধারণ চিকিৎসা দেয়া হচ্ছে। তবে মাথা ভারি হওয়াতে শাবকটি উঠে দাঁড়াতে পারছে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন